Sei kalacand nodey eseche lyrics (সেই কালাচাঁদ নদেয় এসেছে)
Song: Sei kalacand nodey eseche
Lalon Gitee
সেই কালাচাঁদ নদেয় এসেছে,
ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই
কুলবতীর কুলনাশে।
মজবি যদি কালার পিরিতে
আগে জান গে যা তার কেমন রীতে,
উহার প্রেম করা নয় প্রাণে মারা
অনুমানে বুঝিয়েছে।
ওই পদে যদি কেউ রাজ্য দেয়
তবু কালার মন নাহি পাওয়া যায়,
রাধা ব’লে কাঁদছে এখন
তারে কত কাঁদিয়েছে।
ব্রজে ছিল জলদ কালো
প্রেম সাধনে গৌর হলো,
ফকির লালন বলে চিহ্ন কেবল
দেখো দুনয়ন বাঁকা আছে।
ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই
কুলবতীর কুলনাশে।
মজবি যদি কালার পিরিতে
আগে জান গে যা তার কেমন রীতে,
উহার প্রেম করা নয় প্রাণে মারা
অনুমানে বুঝিয়েছে।
ওই পদে যদি কেউ রাজ্য দেয়
তবু কালার মন নাহি পাওয়া যায়,
রাধা ব’লে কাঁদছে এখন
তারে কত কাঁদিয়েছে।
ব্রজে ছিল জলদ কালো
প্রেম সাধনে গৌর হলো,
ফকির লালন বলে চিহ্ন কেবল
দেখো দুনয়ন বাঁকা আছে।