Se ki amar kobar kotha lyrics ( সে কি আমার কবার কথা)
Song: Se ki amar kobar kotha
Lalon Gitee
সে কি আমার ক’বার কথা
আপন বেগে আপনি মরি,
গৌর এসে, হৃদে বসে
করলো আমার মন-চুরি।
কি বা গৌরের রূপ-লম্পটে
ধৈর্যের ডুরি দেয় গো টুটে,
লজ্জা-ভয় সব যায় গো ছুটে
যখন ওই রূপ ধারণ করি।
ঘুমের ঘোরে দেখলাম যারে
চেতন হয়ে পাই নে তারে,
লুকাইলে কোন শহরে
নব রূপের রসবিহারী।
মেঘে যেমন চাতকেরে
দেখা দিয়ে ফাঁকে ফেলে,
লালন বলে তাই আমারে
করলো গৌর বরাবরই।
আপন বেগে আপনি মরি,
গৌর এসে, হৃদে বসে
করলো আমার মন-চুরি।
কি বা গৌরের রূপ-লম্পটে
ধৈর্যের ডুরি দেয় গো টুটে,
লজ্জা-ভয় সব যায় গো ছুটে
যখন ওই রূপ ধারণ করি।
ঘুমের ঘোরে দেখলাম যারে
চেতন হয়ে পাই নে তারে,
লুকাইলে কোন শহরে
নব রূপের রসবিহারী।
মেঘে যেমন চাতকেরে
দেখা দিয়ে ফাঁকে ফেলে,
লালন বলে তাই আমারে
করলো গৌর বরাবরই।