Sadhur songo valo songo lyrics (সাধুর সঙ্গ ভালো সঙ্গ)

Song: Sadhur songo valo songo
Lalon Gitee


সাধুর সঙ্গ ভালো সঙ্গ
সঙ্গ আমার হলো কই?
সাধুর সঙ্গ হলে ‘পরে
জন্ম হইতে উদ্ধার হই।

সাধুর সঙ্গ যেদিন হবে
মনের আঁধার দূরে যাবে,
সাধুর রঙে রঙ মিশাইতাম
সে রঙ আমার হলো কই?

সোনাতে সোহাগা দিলে
কঠিন সোনা যায় গো গ’লে,
সাধুর বার্তে পাষাণ গ’লে
মন-পাষাণটা গললো কই।

মুখে বলি হরি-হরি
ভক্তির বেলায় জুয়াচুরি,
দেখলে প’রে পরনারী
সে দিকেতে চেয়ে রই।

লালন বলে গেল বেলা
জপ হরিনামের মালা,
সদাই জপি কাঁচের মালা
মন-মালাটা জপলাম কই?


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url