Obuj Kothar Sobuj Khame Lyrics | Nibir kono pother seshe lyrics (অবুঝ কথার সবুজ খামে | নিবিড় কোনো পথের শেষে)

Song : Obuj Kothar Sobuj Khame
Natok's Song

নিবিড় কোনো পথের শেষে

একটু চাই তোমার দেখা

গান কবিতার সমাবেশে

তোমার লাগুক একা একা

সবুজ কোনো মাঠের ঘাসে

তোমায় ছোঁবে মৌনতা

একটু খানি তোমার পাশে

থাকুক আমার শূণ্যতা




অবুঝ কথার সবুজ খামে

মন ভরে যায় চিঠি

তোমার কাছে মেঘ পাঠালামা

যদি নামে বৃষ্টি

অবুঝ কথার সবুজ খামে

মন ভরে যায় চিঠি

তোমার কাছে মেঘ পাঠালামা

যদি নামে বৃষ্টি।


একটি কথার অনেক মানে

আবার কোনো অর্থ নেই

জানি না তোমার মন কি জানে

আমারও কোনো অর্থ নেই

সবুজ কোনো মাঠের ঘাসে

তোমায় ছোঁবে মৌনতা

একটু খানি তোমার পাশে

থাকুক আমার শূণ্যতা

অবুঝ কথার সবুজ খামে

মন ভরে যায় চিঠি

তোমার কাছে মেঘ পাঠালামা

যদি নামে বৃষ্টি।

অবুঝ কথার সবুজ খামে

মন ভরে যায় চিঠি

তোমার কাছে মেঘ পাঠালামা

যদি নামে বৃষ্টি।

নিবিড় কোনো পথের শেষে

একটু চাই তোমার দেখা

গান কবিতার সমাবেশে

তোমার লাগুক একা একা


সবুজ কোনো মাঠের ঘাসে

তোমায় ছোঁবে মৌনতা

একটু খানি তোমার পাশে

থাকুক আমার শূণ্যতা

অবুঝ কথার সবুজ খামে

মন ভরে যায় চিঠি

তোমার কাছে মেঘ পাঠালামা

যদি নামে বৃষ্টি।

গান কবিতার সমাবেশে

তোমার লাগুক একা একা


Read more ;
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url