Monre bojabo koto lyrics (মনেরে বোঝাব কত)
Song : Monre bojabo koto
Lalon Geeti
যে পথেতে মরণ-ফাঁসি
সেই পথে মন সদাই রত,
মনেরে বোঝাব কত।
যে জলে লবণ জন্মায়
সেই জলে লবণ গলে যায়,
তেমনি আমার মন মনুরায়
মরণ-ফাঁসি নিচ্ছে সে তো।
চারের লোভে মৎস্য গিয়ে
ওমনি গিয়ে পড়ে ঝাঁপিয়ে,
তেমনি আমার মন ধেয়ে
একা একা হচ্ছে হত।
সিরাজ সাঁই দরবেশের বাণী
বুঝবি লালন দিনি দিনি,
শক্তিহারা ভাবুক যিনি
সে কি পাবে গুরুর পদ।
সেই পথে মন সদাই রত,
মনেরে বোঝাব কত।
যে জলে লবণ জন্মায়
সেই জলে লবণ গলে যায়,
তেমনি আমার মন মনুরায়
মরণ-ফাঁসি নিচ্ছে সে তো।
চারের লোভে মৎস্য গিয়ে
ওমনি গিয়ে পড়ে ঝাঁপিয়ে,
তেমনি আমার মন ধেয়ে
একা একা হচ্ছে হত।
সিরাজ সাঁই দরবেশের বাণী
বুঝবি লালন দিনি দিনি,
শক্তিহারা ভাবুক যিনি
সে কি পাবে গুরুর পদ।
Read more :