Maya nodi kyamne jabi baiya lyrics (মায়া-নদী ক্যামনে যাবি বাইয়া)
Song :Maya nodi kyamne jabi baiya
Lalon Geeti
মায়া-নদী ক্যামনে যাবি বাইয়া,রঙ্গীলা দেশের নাইয়া।
বলি ও নাইয়া রে
অষ্ট-ইঞ্চি নদীর তীর,
খাউজ কাঁটা মাপের ঠিক
চার আঙ্গুলে যাওনা পাড়ি দিয়া,
নাইয়া,তুমি বে-হুশিয়ারে পাড়ি দিলে রে
মালামাল সব যাবে হারাইয়া।
ও নাইয়া রে,
সেই না নদীর আঁকেবাঁকে,
কুমির উঠে ঝাঁকে ঝাঁকে
বাগে পেলে ফেলাইবে খাইয়া,
আগে গুরুর কাছে মন্তর লইয়া রে
নাইয়া, তুমি বিবেক-হলুদ গায় মাখিয়া রে,
এবার যাও না সাঁতার দিয়া।
ও নাইয়া রে,
সেই না নদীর হুমার চোটে
পাড় ভাঙ্গিয়া পানি উঠে,
কত সাধের বাগান গেল রে ভাসিয়া
কত মুনি-ঋষি ভাইসা গেল রে নাইয়া,
কত সাধু-গুরু ভাইসা গেল রে
তোর মায়া নদী দিয়া।
বলি ও নাইয়া রে,
ওই না নদীর পিছল ঘাট
ছয় রমনী দেখাই ঠাট,
তাদের রূপ দেখিয়া যাইও না ভুলিয়া
তুমি রূপ দেখিয়া ভুইলা গেলে রে নাইয়া,
মরবে হাবুডুবু খাইয়া।
Read More :
Ache vaber tala je ghore lyrics (আছে ভাবের তালা যে ঘরে)
Age kopat maro kamer ghore lyrics ( আগে কপাট মারো কামের ঘরে)
Ajob aynamohol moner govire lyrics (আজব আয়নামহল মণিগভীরে)
Amaey coron chara koro na he doyal hori lyrics (আমায় চরণ ছাড়া কোরো না হে দয়াল হরি)
Amar ghorer cabi porer hate re lyrics (আমার ঘরের চাবি পরের হাতে রে)
Amar ghorkhany ke biraj kore lyrics (আমার এ ঘরখানায় কে বিরাজ করে)