Madhobi hotat kotha hote elo lyrics (মাধবী হঠাৎ কোথা হতে এল )
Song : Madhobi hotat kotha hote elo
Rabindra sangeet
Taal: Dadra
Raag: Mishra Chhayanat
Written on: 1920 (Dol-purnima 1326)
Place: Shantiniketan
Published in: Probasi
Swarabitan: 14 (Nabagitika 1)
Notation by: Dinendranath Tagore
নাচে তা ই তা ই তাই॥
আকাশের তারা বলে তারে, "তুমি এসো গগন-পারে,
তোমায় চা ই চা ই চাই।'
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
"না না না।'
নাচে তা ই তা ই তাই॥
বাতাস দখিন হতে আসে, ফেরে তারি পাশে পাশে,
বলে, "আ য় আ য় আয়'॥
বলে, "নীল অতলের কূলে সুদূর অস্তাচলের মূলে
বেলা যা য় যা য় যায়।
বলে, "পূর্ণশশীর রাতি ক্রমে হবে মলিন-ভাতি,
সময় না ই না ই নাই।'
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
"না না না।'
নাচে তা ই তা ই তাই॥
Raag: Mishra Chhayanat
Written on: 1920 (Dol-purnima 1326)
Place: Shantiniketan
Published in: Probasi
Swarabitan: 14 (Nabagitika 1)
Notation by: Dinendranath Tagore
মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে।
এসে হেসেই বলে, "যা ই যা ই যাই।'
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
"না না না।'নাচে তা ই তা ই তাই॥
আকাশের তারা বলে তারে, "তুমি এসো গগন-পারে,
তোমায় চা ই চা ই চাই।'
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
"না না না।'
নাচে তা ই তা ই তাই॥
বাতাস দখিন হতে আসে, ফেরে তারি পাশে পাশে,
বলে, "আ য় আ য় আয়'॥
বলে, "নীল অতলের কূলে সুদূর অস্তাচলের মূলে
বেলা যা য় যা য় যায়।
বলে, "পূর্ণশশীর রাতি ক্রমে হবে মলিন-ভাতি,
সময় না ই না ই নাই।'
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
"না না না।'
নাচে তা ই তা ই তাই॥
Read more:
Je tomay chare charuk lyrics (যে তোমায় ছাড়ে ছাড়ুক)
Jodi baron koro tbe gahibo na lyrics (যদি বারণ কর তবে গাহিব না)
Jodi tare nai cini go lyrics (যদি তারে নাই চিনি গো)
Jodi tor dak shune keu na ase lyrics (যদি তোর ডাক শুনে কেউ না আসে )
Jodi tor vabna thake fire ja na lyrics (যদি তোর ভাবনা থাকে ফিরে যা না)