Korimana kam chare na lyrics (করি মানা কাম ছাড়ে না)
Song : Korimana kam chare na
Lalon Geeti
করি মানা, কাম ছাড়ে না মদনে
আমি প্রেম-রসিকা হব কেমনে।
এই দেহেতে মদন রাজা করে যে কাচারি
কর আদায় করে নিয়ে যায় হুজুরি,
মদন তো দুষ্ট ভারি, তারে দাও তহশিলদারি
করে সে মুনশীগিরি গোপনে।
চোর দিয়ে চোর ধরাধরি এ কী কারখানা
আমি তাই জিজ্ঞাসিলে তুমি বলো না,
সাধু থাকে চেতন ঘরে, চোর সব পালায় ডরে
নইলে চোর নিয়ে যাবে কোনখানে।
অধীন লালন বিনয় করে সিরাজ সাঁইজীর পায়
স্বামী মারিলে লাথি নালিশ জানাব কোথায়,
তুমি মোর প্রাণপতি, কি দিয়ে রাখবো রতি
কেমনে হব সতী চরণে।
কর আদায় করে নিয়ে যায় হুজুরি,
মদন তো দুষ্ট ভারি, তারে দাও তহশিলদারি
করে সে মুনশীগিরি গোপনে।
চোর দিয়ে চোর ধরাধরি এ কী কারখানা
আমি তাই জিজ্ঞাসিলে তুমি বলো না,
সাধু থাকে চেতন ঘরে, চোর সব পালায় ডরে
নইলে চোর নিয়ে যাবে কোনখানে।
অধীন লালন বিনয় করে সিরাজ সাঁইজীর পায়
স্বামী মারিলে লাথি নালিশ জানাব কোথায়,
তুমি মোর প্রাণপতি, কি দিয়ে রাখবো রতি
কেমনে হব সতী চরণে।
Read more :