Jodi tare nai cini go lyrics (যদি তারে নাই চিনি গো) | Rabindra sangeet
Jodi tare nai cini go lyrics (যদি তারে নাই চিনি গো) | Rabindra sangeet
রাগ: খাম্বাজ-পিলু
তাল: তেওরা
রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ ফেব্রুয়ারি, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ মাঘ, ১৩২৯
Jodi tare nai cini go lyrics (যদি তারে নাই চিনি গো) | Rabindra sangeet
যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনেএই নব ফাল্গুনের দিনে- জানি নে জানি নে।
সে কি আমার কুঁড়ির কানে কবে কথা গানে গানে,
পরান তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে--
জানি নে, জানি নে।
সে কি আপন রঙে ফুল রাঙাবে।
সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে।
ঘোমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার।
গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে-
জানি নে, জানি নে।