Jej jon podmo hem sorobore jay lyrics (যে জন পদ্ম হেম সরোবরে যায়)
Song:Jej jon podmo hem sorobore jay
Lalon Geeti
যে জন পদ্ম হেম
অটল অমূল্য নিধি
সে অনায়াসে পায়।
অপরূপ সেই নদীর পানি
জন্মে তাহে মুক্তামণি,
বলবো কি তার গুণ বাখানি
স্পর্শে পরশ হয়।
বিনা হাওয়ায় মৌজা খেলে
ত্রিখণ্ড হয় তৃণ পলে,
তাহে ডুবে রত্ন তোলে
রসিক মহাশায়।
পলক ভ’রে পড়ে চড়া
পলকে হয় তর্ক ধরা,
সে ঘাট বেঁধে মৎস্য ধরা
সামান্যের কাজ নয়।
গুরু যার কান্ডারী হয় রে
অঠাঁই এ ঠাঁই দিতে পারে,
লালন বলে সাধন জোরে
শমন এড়ায়।