Jao hey shyam rai lyrics (যাও হে শ্যাম রাই)
Song : Jao hey shyam rai
Lalon Geeti
যাও হে শ্যাম রাই কুঞ্জে আর এসো না,
এলে ভালো হবেনা, আর এসোনা।
গাছ কেটে জল ঢালো পাতায়
এ চাতুরি শিখলে কোথায়?
উচিত ফল পাবে হেথায়,
নইলে টের পাবে না।
করতে চাও শ্যাম নাগরালি
যাও যেথা সেই চন্দ্রাবলী,
এ পথে পড়েছে কালি,
সে কালি আর যাবে না।
কেলে বন্ধু জানা গেলো
উপরেও কালো ভিতরেও কালো,
লালন বলে উভয় ভালো
আমি করি উভয় বন্দনা।
এলে ভালো হবেনা, আর এসোনা।
গাছ কেটে জল ঢালো পাতায়
এ চাতুরি শিখলে কোথায়?
উচিত ফল পাবে হেথায়,
নইলে টের পাবে না।
করতে চাও শ্যাম নাগরালি
যাও যেথা সেই চন্দ্রাবলী,
এ পথে পড়েছে কালি,
সে কালি আর যাবে না।
কেলে বন্ধু জানা গেলো
উপরেও কালো ভিতরেও কালো,
লালন বলে উভয় ভালো
আমি করি উভয় বন্দনা।
Read more :