Ekbar jogonathe dekh jeye lyrics (একবার জগন্নাথে দেখ যেয়ে)
Song : Ekbar jogonathe dekh jeye
Lalon Geeti
একবার জগন্নাথে দেখ যেয়েও জাত কেমনে রাখবি বাঁচিয়ে,
চণ্ডালে রাঁধিছে অন্ন
ব্রাহ্মণেই তা চায় খেয়ে।
জোলা ছিল কুবীর দাস,
তার পুরানি বারোমাস
ওঠে যে উথলিয়ে,
সেই পুরানি গায় যে ধ্বনি
সে আসে দর্শন পেয়ে।
ধন্য প্রভু জগন্নাথ,
চায় না রে জাত-অজাত
ভক্তের অধীনেই থাকে,
যতসব জাতবিচারী দুরাচারী
তারাই যায় সব দূর হয়ে।
জাত না গেলে পাই না হরি
কি ছার জাতের গৌরব করি,
ছুঁস না বলিয়ে,
লালন কয় জাত হাতে পেলে
পোড়াতাম আগুন দিয়ে।
Read More :
Allah bolo monre pakhi lyrics (আল্লাহ্ বলো মন রে পাখি)
Amaey coron chara koro na he doyal hori lyrics (আমায় চরণ ছাড়া কোরো না হে দয়াল হরি)
Amar ghorer cabi porer hate re lyrics (আমার ঘরের চাবি পরের হাতে রে)
Amar ghorkhany ke biraj kore lyrics (আমার এ ঘরখানায় কে বিরাজ করে)
Amar hoy na re se moner moto mon lyrics (আমার হয় না রে সে)