Ei deshete ei sukh holo lyrics (এই দেশেতে এই সুখ হলো)

Song: ei deshete ei sukh holo
Lalon Giti 

এই দেশেতে এই সুখ হলো
আবার কোথা যাই না জানি
পেয়েছি এক ভাঙা তরী
জনম গেল সেঁচতে পানি
আমি বা কার, কে বা আমার
প্রাপ্ত বস্তু ঠিক নাই তার
বৈদিক মেঘে ঘোর অন্ধকার
উদয় হয় না দিনমণি
আর কি রে এই পাপীর ভাগ্যে
দয়াল চান্দের দয়া হবে
কতদিন এই হালে যাবে
বহিতে পাপের তরণী
কার দোষ দেবো এ ভুবনে
হীন হয়েছি ভজন-বিনে
লালন শাহ কয়, কতদিনে
পাব সাঁই-র চরণ দুখানি


আরও পড়ুনঃ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url