Cirodin jol seciye lyrics (চিরদিন জল সেঁচিয়ে)
Song : Cirodin jol seciye
Lalon Geeti
চিরদিন জল সেঁচিয়ে
জল মানে না এ ভাঙ্গা নায়,
এক মালা জল ছেঁচতে গেলে
তিন মালা যোগায় সে তলায়।
ছুতোর বেটার কারসাজিতে
জনমতরীর ছাদ আঁটা নাই,
তরীর আশেপাশের কাষ্ঠ সরল
মেঝের কাঠ গড়েছে তলায়।
আগা নায়ে মোর মন রয়
ব’সে-ব’সে চোকম খেলায়,
আমার দশা তলা-ফাঁসা
জল সেঁচা সার গুদড়ী-গলায়।
মহাজনের অমূল্য ধন
মেরে নিল ডাকনী জোলায়,
লালন বলে মোর কপালে
কি হবে নিকাশের বেলায়।
জল মানে না এ ভাঙ্গা নায়,
এক মালা জল ছেঁচতে গেলে
তিন মালা যোগায় সে তলায়।
ছুতোর বেটার কারসাজিতে
জনমতরীর ছাদ আঁটা নাই,
তরীর আশেপাশের কাষ্ঠ সরল
মেঝের কাঠ গড়েছে তলায়।
আগা নায়ে মোর মন রয়
ব’সে-ব’সে চোকম খেলায়,
আমার দশা তলা-ফাঁসা
জল সেঁচা সার গুদড়ী-গলায়।
মহাজনের অমূল্য ধন
মেরে নিল ডাকনী জোলায়,
লালন বলে মোর কপালে
কি হবে নিকাশের বেলায়।
Read More: