Ceye dekh na re mon lyrics (চেয়ে দেখ না রে মন)
Song : Ceye dekh na re mon
Lalon Geeti
চার চাঁদ দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে,
চেয়ে দেখ না রে মন দিব্য নজরে।
চাঁদে চাঁদ ঢাকা দেওয়া
চাঁদে দেয় চাঁদের খ্যাওয়া, দেয় রে,
জমিনেতে ফলছে মেওয়া, চাঁদের সুধা ঝরে।
হ’লে রে চাঁদের সাধন
অধর চাঁদ হয় দরশন, হয় রে,
চাঁদেতে চাঁদের সরণ রেখেছে ঘিরে।
নয়ন-চাঁদ প্রসন্ন যার
সকল চাঁদ দৃষ্টি দেয় তার, দেয় রে,
ফকির লালন বলে বিপদ আমার, গুরু চাঁদ ভুলে।
চেয়ে দেখ না রে মন দিব্য নজরে।
চাঁদে চাঁদ ঢাকা দেওয়া
চাঁদে দেয় চাঁদের খ্যাওয়া, দেয় রে,
জমিনেতে ফলছে মেওয়া, চাঁদের সুধা ঝরে।
হ’লে রে চাঁদের সাধন
অধর চাঁদ হয় দরশন, হয় রে,
চাঁদেতে চাঁদের সরণ রেখেছে ঘিরে।
নয়ন-চাঁদ প্রসন্ন যার
সকল চাঁদ দৃষ্টি দেয় তার, দেয় রে,
ফকির লালন বলে বিপদ আমার, গুরু চাঁদ ভুলে।
Read More: