Amrito megher bari mukher kothae ki mele lyrics (অমৃত মেঘের বারি মুখের কথায় কি মেলে)
Song:Amrito megher bari mukher kothae ki mele
Lalon Geeti
মুখের কথায় কি মেলে
অমৃত মেঘের বারি
চাতক স্বভাব না হলে।
চাতক পাখির এমনি ধারা
তৃষ্ণায় জীবন যায় গো মারা,
অন্য বারি খায় না তারা
মেঘের জল বিনে।
মেঘে কত দেয় গো ফাঁকি
তবুও চাতক মেঘের ভুখি,
ওমনি নিরিখ রাখলে আঁখি
তারে সাধক বলে।
মন হয়েছে পবন গতি
উড়ে বেড়ায় দিবা রাতি,
ফকির লালন বলে গুরুর প্রতি
ও মন রয় না সুহালে।
আরও পড়ুনঃ