Ami bacbo na tui chara lyrics | Eta valobasa noy beshi kichu lyrics (এটা ভালোবাসা নয় বেশি কিছু)

Song : Eta valobasa noy beshi kichu
Movie: Psycho
Vocal, Tune And Music: Imran Mahmudul
Lyrics: Robiul Islam Jibon

আমি.. বাঁচবো না তুই ছাড়া
এটা ভালবাসা নয় বেশি কিছু,
আমি.. থাকবো না তুই ছাড়া
যত স্বপ্ন আমার নেয় তোরই পিছু।


ও তোরই মত এত আপন আমার কেহ নাই
তোরই চোখে চেয়ে আমার পৃথিবী দেখতে পাই।
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই।


আমি বাঁচবো না তুই ছাড়া
এটা ভালোবাসা নয় বেশি কিছু।।


যখনি দেখি তোকে, মনে হয় স্বপ্নলোকে
খুঁজে পেয়েছি আমার ঠিকানা,
মানিয়ে নে না এবার, জানিয়ে দে না এবার
করিস না আর তুই বাহানা।


ও তোরই মত এত আপন আমার কেহ নাই
তোরই চোখে চেয়ে আমার পৃথিবী দেখতে পাই।
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই।


আমি বাঁচবো না তুই ছাড়া
এটা ভালোবাসা নয় বেশি কিছু।।


হাজার মুখের ভিড়ে
থাকিস তুই আমায় ঘিরে,
হৃদয়ে শুধু তোরই বাসনা।
এগিয়ে দে না আমায়, এগিয়ে নে না আমায়
একা এই পথে যাবো না।


ও তোরই মত এত আপন আমার কেহ নাই
তোরই চোখে চেয়ে আমার পৃথিবী দেখতে পাই।
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই।


আমি বাঁচবো না তুই ছাড়া
এটা ভালোবাসা নয় বেশি কিছু।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url