Amar ghorer cabi porer hate re lyrics (আমার ঘরের চাবি পরের হাতে রে)
Song: Amar ghorer cabi porer hate re
Lalon geeti
আমার ঘরের চাবি
আমার ঘরের চাবি
আমি কেমনে খুলিয়ে সে ধন
দেখবো চোখেতে রে
আমার ঘরের চাবি
আপন ঘরে বোঝাই সোনা
পরে করে লেনা দেনা
আমি হলাম জন্ম-কানা
না পাই দেখিতে রে
এই মানুষের আছে রে মন
তারে বলে মানুষ রতন
ফকির লালন বলে পেয়ে সে ধন
পারলাম না চিনতে রে
আরও পড়ুনঃ