Amaey coron chara koro na he doyal hori lyrics (আমায় চরণ ছাড়া কোরো না হে দয়াল হরি)
Song: Amaey coron chara koro na he doyal hori
Lalon song
আমায় চরণ ছাড়া
পাপ করি পামরা বটে
দোহায় দিই তোমারি
অনিত্য সুখে সর্ব ঠাঁই
তাই দিয়ে জীব ভোলাও গো সাঁই
তবে কেন চরণ দিতে
করো হে চাতুরি
চরণের ঐ যোগ্য মন নয়,
তথাপি মন রাঙা চরণ চায়
দয়াল চাঁদের দয়া হ’লে
যেত অসুখ সারি
ক্ষম অধীন দাসের অপরাধ
শীতল চরণ দাও হে দীননাথ
লালন বলে ঘুরাইও না
হে মায়াচারী