Allah bolo monre pakhi lyrics (আল্লাহ্ বলো মন রে পাখি)

Song:  Allah bolo monre pakhi 
Lalon Giti

আল্লাহ্ বলো মন রে পাখি
ভবে কেউ কারো নয় দুঃখের দুখী
ভুলো না রে ভব ভ্রান্ত কাজে
আখেরে এসব কান্ড মিছে
মন রে আসতে একা যেতে একা
এ ভব পিরিতের ফল আছে কি
হওয়া বন্ধ হলে সুবাদ কিছুই নাই
বাড়ির বাহির করেন সবাই
মন তোর কেবা আপন পর কে তখন
দেখে শুনে খেদে ঝরে আঁখি
গোরের কিনারে যখন লয়ে যায়
কাঁদিয়ে সবাই প্রাণ ত্যাজতে চায়
ফকির লালন বলে
কারো গোরে কেউ না যায়
থাকতে হয় একাকী 


আরও পড়ুনঃ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url