Age kopat maro kamer ghore lyrics ( আগে কপাট মারো কামের ঘরে)

Song:Age kopat maro kamer ghore 
Lalo0n Geeti


আগে কপাট মারো কামের ঘরে,

মানুষ ঝলক দেবে রূপনিহারে।

হাওয়া ধরো, অগ্নি স্থির করো
মরার আগেতে মরো,
ম’রে যেন বাঁচিতে পারো
দেখে শমন যাক ফিরে।

বারে-বারে করি মানা
লীলার দেশে আর যেও না,
তেজের ঘর করো তেজিয়ানা
সাধো ঊর্ধচাঁদ ধরে।

জানো না রে মন, পারাহীন দর্পণ
কেমনে হয় রূপ দরশন,
সিরাজ সাঁইয়ের বচন শোন রে লালন
থেকো হুঁশিয়ারে।

আরও পড়ুনঃ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url