Jekhane sair baram khana lyrics (যেখানে সাঁইর বারামখানা)

Song: Jekhane  sair baram khana

Lalon Giti 

শুনিলে প্রাণ চমকে উঠে

দেখতে যেমন ভুজঙ্গনা 
যেখানে সাঁইর বারামখানা

যা ছুঁইলে প্রাণে মরি
এ জগতে তাইতে তরী
বুঝেও তা বুঝতে নারী
কীর্তিকর্মার কি কারখানা 

আত্নতত্ত্ব যে জেনেছে
দিব্যজ্ঞানী সেই হয়েছে
কুবৃক্ষে সুফল পেয়েছে
আমার মনের ঘোর গেল না 

যে ধনে উৎপত্তি প্রাণধন
সে ধনের হল না যতন
অকালের ফল পাকায় লালন
দেখে শুনে জ্ঞান হল না 

আরও পড়ুন-

https://www.suronuragi.com/2022/06/jekhane-sair-baram-khana-lyrics.html

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url