Emon Manob Jonom Aar Ki Hobe Lyrics
Song: Manob Jonom
Fakir Lalon Shah
এমন মানব জনম
আর কি হবে
মন যা কর তরায়
কর এই ভবে।
এমন মানব জীবন
আর কি হবে
মন যা কর তরায়
কর এই ভবে।
অনন্ত রুপ
সৃষ্টি করলেন সাঁই,
শুনি মানবের
উত্তম কিছুই নাই।
অনন্ত রুপ
সৃষ্টি করলেন সাঁই,
শুনি মানবের
উত্তম কিছুই নাই।
দেব দেবতাগণ
করেন আরাধন
জন্ম নিতে মানবে।
মন যা কর তরায়
কর এই ভবে
এমন মানব জীবন
আর কি হবে
মন যা কর তরায়
কর এই ভবে।
কত ভাগ্যের ফলে
না জানি মন রে
পেয়েছ এই মানব
তরনি।
কত ভাগ্যের ফলে
না জানি মন রে
পেয়েছ এই মানব
তরনি।
বেয়ে যাও তরায় তরি
সুধারায় যেন
ভরা না ডোবে।
বেয়ে যাও তরায় তরি
সুধারায় যেন
ভরা না ডোবে,
মন যা কর তরায়
কর এই ভবে।
এই মানুষে হবে
মাধুর্য ভজন
তাইতে মানুষরূপ
গঠল নিরঞ্জন।
এই মানুষে হবে
মাধুর্য ভজন
তাইতে মানুষরূপ
গঠল নিরঞ্জন।
এবার ঠকলেও আর না দেখি কিনার
অধীন লালন তাই
ভাবে।
এবার ঠকলেও আর না দেখি কিনার
অধীন লালন তাই
ভাবে
মন যা কর তরায়
কর এই ভবে।
এমন মানব জীবন
আর কি হবে
মন যা কর তরায়
কর এই ভবে।
এমন মানব জীবন
আর কি হবে
মন যা কর তরায় কর এই ভবে।
আরও পড়ুনঃ