Bedh Bidhir Por Sasro Kana Lyrics (বেদ বিধির পর শাস্ত্র কানা)

Lyrics: Monomohan Dutta

Song Types: Folk Song

বেদ বিধির পর শাস্ত্র কানা,

বেদ বিধির পর শাস্ত্র কানা

আর এক কানা মন আমার

এসব দেখি কানার হাট বাজার,

এসব দেখি কানার হাট বাজার।

 

এক কানা কয় আর এক কানা রে

চলো এবার ভব পারে,

নিজে কানা পথ চেনে না,

নিজে কানা পথ চেনে না

পরকে ডাকে বারং বার

এসব দেখি কানার হাট বাজার,

এসব দেখি কানার হাট বাজার।

 

পন্ডিত কানা অহংকারে

মাতবর কানা চুগলখোরে,

পন্ডিত কানা অহংকারে

সাধু কানা অন্-বিচারে,

আন্দাজে এক খুঁটি গাড়ে,

আন্দাজে এক খুঁটি গাড়ে

জানেনা সীমানা কার

এসব দেখি কানার হাট বাজার,

এসব দেখি কানার হাট বাজার।

 

কানায় কানায় হোলা মেলায়

বোবাতে খায় রসগোল্লা গো,

হায় হায় বোবাতে খায় রসগোল্লা গো,

আবার তেমনি লালন মদনা কানা

তেমনি লালন মদনা কানা,

ঘুমের ঘোরে দেয় বাহার

এসব দেখি কানার হাট বাজার,

এসব দেখি কানার হাট বাজার।

 

বেদ বিধির পর শাস্ত্র কানা,

বেদ বিধির পর শাস্ত্র কানা

আর এক কানা মন আমার

এসব দেখি কানার হাট বাজার,

এসব দেখি কানার হাট বাজার।

আরও পড়ুনঃ

https://www.suronuragi.com/2022/06/bedh-bidhir-por-lyrics.html
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url