Amar jomunar jol dekhte kalo can korite lage valo Bangla Movie Lyrics (আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভালো)
Song: Amar jomunar jol dekhte kalo can korite lage valo
Singer: Fojlur Rahaman Babu
Movie: Ghetuputro Komola
আমার যমুনার জল দেখতে কালো
চান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেলো জলে
আমার যমুনার জল দেখতে কালো
চান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেলো জলে
হাঢু পানিতে নাইম্যা কন্যা হাঢু মাঞ্জন করে
আমার যমুনার জল দেখতে কালো
চান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেলো জলে
উরত পানিতে নাইম্যা কন্যা উরত মাঞ্জন করে
কোমর পানিতে নাইম্যা কন্যা কোমর মাঞ্জন করে
আমার যমুনার জল দেখতে কালো
চান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেলো জলে
ফেড পানিতে নাইম্যা কন্যা ফেড মাঞ্জন করে
বুক পানিতে নাইম্যা কন্যা বুক মাঞ্জন করে
আমার যমুনার জল দেখতে কালো
চান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেলো জলে
গলা পানিত নাইম্যা কন্যা গলা মাজন করে
মাথা পানিত নাইম্যা কন্যা ডুব দিয়া ডুব খেলে
আমার যমুনার জল দেখতে কালো
চান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেলো জলে
গোসল বড় কইরা সখি মুখে দিছে পান
ঘর থাইকা বাইর হইছে পূর্ণিমারই চান
আমার যমুনার জল দেখতে কালো
চান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেলো জলে
আমার যমুনার জল দেখতে কালো
চান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেলো জলে