Keno Bajao Kakan Lyrics (কেন বাজাও কাঁকন কনকন)
কেন বাজাও কাঁকন কনকন কত ছলভরে
ওগো, ঘরে ফিরে চলো কনক কলসে জল ভরে।।
কেন জলে ঢেউ তুলি ছলকি ছলকি কর খেলা।
কেন যাব খনে খনে চকিত নয়নে কার তরে কত ছলভরে।।
হেরো যমুনা -বেলায় আলসে হেলায় গেল বেলা,
যত হাসিভরা ঢেউ করে কানাকানি কলস্বরে কত ছলভরে।
হেরো নদীপরপারে গগনকিনারে মেঘমালা,
তারা হাসিয়া হাসিয়া চাইছে তোমারি মু'খ পরে কত ছলভরে।।
Read More: