Amar Jabar Somoy Holo Rabindra Sangeet Lyrics (আমার যাবার সময় হল লিরিক্স)
আমার যাবার সময় হল,
আমায় কেন রাখিস ধরে।
চোখের জলের বাঁধন দিয়ে
বাঁধিস নে আর মায়াডোরে।
ফুরিয়েছে জীবনের ছুটি,
ফিরিয়ে নে তোর নয়ন দুটি--
নাম ধরে আর ডাকিস নে ভাই,
যেতে হবে ত্বরা করে।