Aj Jotsna Raate Sobai Geche Lyrics (আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে)

 আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে,

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,

বসন্তের এই মাতাল সমীরণে

আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে,

আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে।


যাবো না, যাব না যে, যাব না যে,

রইনু পড়ে ঘরের মাঝে

যাবো না গো, যাব না যে

রইনু পড়ে ঘরের মাঝে।

এই নিরালায়, এই নিরালায় রব আপন কোণে,

যাব না এই মাতাল সমীরণে।

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে।


আমার ঘর বহু যতন করে

ধুতে হবে, মুছতে হবে মোরে।

আমারে যে জাগতে হবে,

কী জানি সে আসবে কবে

যদি আমায়, যদি আমায় পড়ে তাহার মনে

বসন্তের এই মাতাল সমীরণে।

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে।

বসন্তের এই মাতাল সমীরণে

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে।


আরও পড়ুনঃ

তুমি কেমন করে গান করো লিরিক্স

তুমি রবে নীরবে  হৃদয়ে মম লিরিক্স

যে রাতে মোর দুয়ার গুলি লিরিক্স

অনেক কথা যাও যে বলে লিরিক্স

তোমায় গান শোনাব লিরিক্স

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url