Amar Hiyar Majhe Lukiye Chile Lyrics (আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে লিরিক্স)

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি।
তোমায় দেখতে আমি পাই নি।
বাহির-পানে চোখ মেলেছি,
আমার হৃদয়- পানে চাই নি।
আমার সকল ভালো বাসায়
সকল আঘাত সকল আশায়
তুমি ছিলে আমার কাছে,
আমি তোমার কাছে যাই নি।
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়-
আনন্দে তাই ভুলেছিলেম,
কেটেছে দিন হেলায়।
গোপন রহি গভীর প্রণেে
আমার দুঃখ সুখের গানে
সুর দিয়েছ তুমিি
আমি তোমর গান তো গাই নি।

আরও পড়ুন ঃ তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে লিরিক্স

https://www.suronuragi.com/2021/07/amar-hiyar-majhe-lukiye-chile-lyrics.html

আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে  স্বরলিপি (Amar Hiyar Majhe Lukiye Chile Swaralipi)



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url