Tumi Je Surer Agun Lagiye Dile Lyrics (তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে)

তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে,

এ আগুন ছড়িয়ে গেল সব খানে।

যত সব মরা গাছের ডালে ডালে

নাচে আগুন তালে তালে রে,

আকাশে হাত তোলে সে কার পানে।

আঁধারের তারা যত অবাক হয়ে রয় চেয়ে,

কোথাকার পাগল হাওয়া বয় ধেয়ে।

নিশীথের বুকের মাঝে এই-যে অমল উঠল ফুটে স্বর্ণকমল রে,

আগুনের কী গুণ আছে কে জানে।।

আরও পড়ুনঃ কবে আমি বাহির হলেম লিরিক্স

https://www.suronuragi.com/2021/06/tumi-je-surer-agun-lagiye-dile-lyrics.html
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url