Ganer Surer Asankhani Lyrics | গানের সুরের আসনখানি লিরিক্স
গানের সুরের আসনখানি
পাতি পথের ধারে।
ওগো পথিক,
ওগো পথিক, তুমি এসে
বসবে বারে বারে।।
ওই যে তোমার ভোরের পাখি
নিত্য করে ডাকাডাকি,
অরুণ-আলোর খেয়ায় যখন
এস ঘাটের পারে,
মোর প্রভাতীর গানখানিতে
দাঁড়াও আমার দ্বারে।।
আজ সকালে মেঘের ছায়া
লুটিয়ে পড়ে বনে,
জল ভরেছে ওই গগনের
নীল নয়নের কোণে।
আজকে এলে নতুন বেশে
তালের বনে মাঠের শেষে,
অমনি চলে যেয়ো নাকো
গোপনসঞ্চারে।
দাঁড়িয়ো আমার মেঘলা গানের
বাদল-অন্ধকারে।।
আরও পড়ুনঃ চোখের আলোয় দেখেছিলেম
Ganer Surer Asankhani Lyrics
Ganer Surer asankhani
Pati pother dhare.
Ogo pothik,
Ogo pothik, tumi eso
Bosbe bare bare.
Oi je tomar bhorer pakhi
Nitya kore dakadaki,
Arun-alor kheyay jokhon
Eso ghater pare,
Mor probhatir gankhanite
Darao amar dware.
Aj sokale megher chaya
Lutiye pore bone,
Jol bhoreche oi gogoner
Nil Nayaner kone.
Ajk ele notun bese
Taler bone mather sese,
Omni chole jeo nako
Goponsonchare.
Dariye amar meghla ganer
Badal Ondhokare.
আরও দেখুনঃ
- ওগো দখিন হাওয়া ও পথিক হাওয়া