Amar Desh Sob Manusher Lyrics (আমার দেশ সব মানুষের লিরিক্স)
চাষাদের মুটেদের মজুরের
গরিবের নিঃস্বের ফকিরের
আমার দেশ সব মানুষের, সব মানুষের।
নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারের,
নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারের।
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান,
দেশমাতা এক সকলের
লাঙ্গলের সাথে আজ চাকা ঘুরে এক তালে,
এক হয়ে মিশে গেছি আমরা সে যে কোন প্রাণে।
মসজিদ মন্দির গীর্জার আহ্বানে।
বাণী শুনি একই সুরে।
চাষাদের মজুরের ফকিরের
ফকিরের নিঃস্বের গরিবের
আমার দেশ সব মানুষের, সব মানুষের।
বড়দের ছোটদের সকলের
ছোটদের বড়দের সকলের
আমার এদেশ সব মানুষের, সব মানুষের।
আরও পড়ুনঃ আমারো পরানো যাহা চায় রবীন্দ্রসঙ্গীত লিরিক্স
Amar Desh Sob Manusher Lyrics
Chotoder boroder sokoler
Goriber niswer fokirer
Amar desh, sob manusher.
Nei vedaved hetha kuli ar kamare.
Hindu muslim bouddho khristan, deshmata ek sokoler
Langoler sathe aj chaka ghure ek tale,
Ek hoye mishe gechi amra se je kon prane.
Mosjid mondir girjar ahbane.
Bani shuni ekoi shure.
Chasader mojurer fokirer
Fokirer niswer goriber
Amar edesh sob manuser sob manuser.
Boroder chotoder sokoler
Amar edesh sob manuser sob manuser.