June 2021

Tumi Je Surer Agun Lagiye Dile Lyrics (তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে)

তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল সব খানে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন তালে তালে রে, আকাশে হাত তোলে সে ...

Subrato Saha 29 Jun, 2021

Ganer Surer Asankhani Lyrics | গানের সুরের আসনখানি লিরিক্স

গানের সুরের আসনখানি পাতি পথের ধারে। ওগো পথিক, ওগো পথিক, তুমি এসে বসবে বারে বারে।। ওই যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকাডাকি, অরুণ-আলোর খে...

Subrato Saha 24 Jun, 2021

Pran Chay Chokkhu Na Chay Lyrics | প্রাণ চায় চক্ষু না চায় লিরিক্স

প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তরলজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এ সজ্জা। মুখে নাহি নিঃসরে ভাষ, দহে অন্তরে নির্...

Subrato Saha 19 Jun, 2021

Na Go Ei Je Dhula Amar Na E Lyrics (না গো এই যে ধুলা আমার না এ)

না গো, এই যে ধুলা আমার না এ। তোমার ধুলার ধরার পরে উড়িয়ে যাব সন্ধ্যাবায়ে।। দিয়ে মাটি আগুন জ্বালি রচলে দেহ পূজার থালি- শেষ আরতি সারা ক...

Subrato Saha 18 Jun, 2021

Amar Desh Sob Manusher Lyrics (আমার দেশ সব মানুষের লিরিক্স)

চাষাদের মুটেদের মজুরের গরিবের নিঃস্বের ফকিরের আমার দেশ সব মানুষের, সব মানুষের। নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারের, নেই ভেদাভেদ হেথা কুলি আর...

Subrato Saha 8 Jun, 2021