Noya Daman Lyrics (আইলারে নয়া দামান আসমানের তারা)
বিছানা বিছাইয়া দিলাম
শাইল ধানের নেরা
দামান্দ বও দামান্দ বও।
আইলারে নয়া দামান আসমানেরও তেরা
বিছানা বিছাইয়া দিলাম
শাইল ধানের নেরা
দামান বও দামান বও।
সিলেটি সুন্দরী করলো
মনতো আমার চুরি।
Walking a boss lady
Shaking all her চুরিস man...
Shaking all her চুরি।
Know that I am gone be the one
To call you my wifey.
দামান লইয়া আইলে বন্ধু
In a গরুর গাড়ি।
বেবি সিলেটি ফেরারি,
বেবি সিলেটি ফেরারি।
বও দামান কওরে কথা,
খাওরে বাটার পান।
যাইবার কথা কও যদি
কাইট্টা রাখমু কান।
দামান বও দামান বও।
বও দামান কওরে কথা,
খাওরে বাটার পান
যাইবার কথা কও যদি
কাইট্টা রাখমু কান।
দামান বও দামান বও।
আইলারে নয়া দামান আসমানেরও তেরা
বিছানা বিছাইয়া দিলাম
শাইল ধানের নেরা
দামান্দ বও দামান্দ বও।
আইলারে নয়া দামান আসমানেরও তেরা
বিছানা বিছাইয়া দিলাম
শাইল ধানের নেরা
দামান বও দামান বও।
নয়া দামান গানটি বাংলাদেশের সিলেটি ভাষায গাওয়া হয়েছে। সহজ ভাষায় নিচে ব্যাখ্যা করে দেওয়া হলঃ
এসেছে নতুন জামাই আকাশের তারা।
শাইল ধানের খড় দিয়ে
বিছানা পাতানো হয়েছে।
জামাই বসো, জামাই বসো।
আসো জামাই, কথা বল পান খাও।
যদি চলে যেতে চাও,
তাহলে কান কেটে রেখে দিব
জামাই বসো, জামাই বসো।
Thank you for reading. You may visit more lyrics here:-
Noya daman lyrics |