Borisho Dhora Majhe Lyrics (বরিষ ধরা মাঝে শান্তির বারি)



বরিষ ধরা-মাঝে শান্তির বারি
বরিষ ধরা-মাঝে শান্তির বারি
শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে
ঊর্ধ্বমুখে নরনারী
বরিষ ধরা-মাঝে শান্তির বারি
বরিষ ধরা-মাঝে শান্তির বারি
না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ,
না থাকে শোকপরিতাপ।
না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ,
না থাকে শোকপরিতাপ।
হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক,
বিঘ্ন দাও অপসারি
বরিষ ধরা-মাঝে শান্তির বারি
বরিষ ধরা-মাঝে শান্তির বারি
কেন এ হিংসাদ্বেষ, কেন এ ছদ্মবেশ,
কেন এ মান-অভিমান।
কেন এ হিংসাদ্বেষ, কেন এ ছদ্মবেশ
কেন এ মান-অভিমান।
বিতর' বিতর' প্রেম পাষাণহৃদয়
জয় জয় হোক তোমারি
বরিষ ধরা-মাঝে শান্তির বারি
বরিষ ধরা-মাঝে শান্তির বারি
শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে
ঊর্ধ্বমুখে নরনারী
বরিষ ধরা-মাঝে শান্তির বারি
বরিষ ধরা-মাঝে শান্তির বারি

#Borisho_Dhora_Majhe_Shantir_O_Bari
#Lyrics #Rabindra_Sangeet

You may read More Lyrics like these:

Oi Jhinuk Fota Shagor Belay

Pathorer Prithibite Kacher Hridoy

https://suronuragi.blogspot.com/
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url