Ami Shunechi sedin tumi lyric (আমি শুনেছি সেদিন তুমি)

আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ।
আমি শুনেছি সেদিন তুমি
লোনাবালি তীর ধরে বহুদুর বহুদুর হেঁটে এসেছ।
আমি কখনও যাই নি জলে কখনও ভাসিনি নীলে
কখনও রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে।
আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
আমাকেও সাথে নিও নেবে তো আমায় বল নেবে তো আমায়।

আমি শুনেছি সেদিন নাকি
তুমি তুমি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে।
আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা
না বলা অনেক কথা, কথা তুলেছিলে।
কেন শুধু শুধু ছুটে চলা
একে একে কথা বলা
নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে।
যদি ভালবাসা নাই থাকে
শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাব কোথায় গিয়ে
বল কোথায় গিয়ে।

suronuragi.blogspot.com
Sur Onuragi
English Lyrics: 

I heard you that day
The blue water has reached the horizon to go to the waves of the sea.
I heard you that day
You have come a long way along the Lonabali arrow.
I never went in the water, never floated in blue
I never kept my eyes on the wings.
The day you go swimming in the sea again
If you take me with you, you will take me.
I heard that day
You, you, you, you, you, you, you, you, you, you, you.
And that day you are a very complex puzzle
A lot of things not to say, talked about.
Why just run
Talk to each other
Save yourself for yourself.
If there is no love
It just feels lonely
Where to find peace
Tell me where to go.

I heard you are still dreaming
Still write stories, sing songs full of life
It still makes people think and die
Your love still blooms
Today I am losing this confidence
I am coming to you and getting two hands
I just see the emptiness in the cavity of the two eyes
I don't dream at night
So I'm getting two eyes to dream
So when I come to you, I get two hands

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url