Ami Potho Monjuri Lyrics (আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে)
আমি পথ–মঞ্জরী
ফুটেছি আঁধার রাতে।
আমি পথ–মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
আমি পথ–মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
গোপন অশ্রু–সম রাতের নয়ন–পাতে।।
আমি পথ–মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
আমি পথ–মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
দেবতা চাহে না মোরে
দেবতা চাহে না মোরে
গাঁথে না মালার ডোরে,
অভিমানে তাই ভোরে শুকাই শিশির–সাথে।
অভিমানে তাই ভোরে শুকাই শিশির–সাথে।।
গোপন অশ্রু–সম রাতের নয়ন–পাতে।।
আমি পথ–মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
আমি পথ–মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
মধুর সুরভি ছিল আমার পরাণ ভরা,
আমার কামনা ছিল মালা হয়ে ঝরে পড়া।
মধুর সুরভি ছিল আমার পরাণ ভরা,
আমার কামনা ছিল মালা হয়ে ঝরে পড়া।
ভালোবাসা পেয়ে যদি
ভালোবাসা পেয়ে যদি আমি কাঁদিতাম নিরবধি,
সে–বেদনা ছিল ভালো, সুখ ছিল সে–কাঁদাতে।।
সে–বেদনা ছিল ভালো, সুখ ছিল সে–কাঁদাতে।।
আমি পথ–মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
আমি পথ–মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
গোপন অশ্রু–সম রাতের নয়ন–পাতে।।
আমি পথ–মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
আমি পথ–মঞ্জরী-
আমি পথ–মঞ্জরী-
আমি পথ–মঞ্জরী ফুটেছি আঁধার রাতে।
ফুটেছি আঁধার রাতে।
আমি পথ–মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
আমি পথ–মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
গোপন অশ্রু–সম রাতের নয়ন–পাতে।।
আমি পথ–মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
আমি পথ–মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
দেবতা চাহে না মোরে
দেবতা চাহে না মোরে
গাঁথে না মালার ডোরে,
অভিমানে তাই ভোরে শুকাই শিশির–সাথে।
অভিমানে তাই ভোরে শুকাই শিশির–সাথে।।
গোপন অশ্রু–সম রাতের নয়ন–পাতে।।
আমি পথ–মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
আমি পথ–মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
মধুর সুরভি ছিল আমার পরাণ ভরা,
আমার কামনা ছিল মালা হয়ে ঝরে পড়া।
মধুর সুরভি ছিল আমার পরাণ ভরা,
আমার কামনা ছিল মালা হয়ে ঝরে পড়া।
ভালোবাসা পেয়ে যদি
ভালোবাসা পেয়ে যদি আমি কাঁদিতাম নিরবধি,
সে–বেদনা ছিল ভালো, সুখ ছিল সে–কাঁদাতে।।
সে–বেদনা ছিল ভালো, সুখ ছিল সে–কাঁদাতে।।
আমি পথ–মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
আমি পথ–মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
গোপন অশ্রু–সম রাতের নয়ন–পাতে।।
আমি পথ–মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
আমি পথ–মঞ্জরী-
আমি পথ–মঞ্জরী-
আমি পথ–মঞ্জরী ফুটেছি আঁধার রাতে।
#NazrulSangeet
English Lyrics:
I am the path-bud
Boiled in the dark night.
I blossomed in the dark night
I blossomed in the dark night
Secret tears in the eyes of the same night.
I blossomed in the dark night
I blossomed in the dark night
The gods do not want more
The gods do not want more
Do not build the necklace,
So arrogantly dry in the morning with dew.
So arrogantly dry in the morning with dew.
Secret tears in the eyes of the same night.
I blossomed in the dark night
I blossomed in the dark night
The sweet fragrance was full of my soul,
My wish was to fall like a garland.
The sweet fragrance was full of my soul,
My wish was to fall like a garland.
If getting love
If I cried for love forever
She was in pain, she was happy, she was crying.
She was in pain, she was happy, she was crying.
I blossomed in the dark night
I blossomed in the dark night
Secret tears in the eyes of the same night.
I blossomed in the dark night
I am the path-bud.
I am the path-bud.
I blossomed in the dark night.
You may visit: